সন্ধ্যায় উড়িষ্যা উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় গুলাব

|

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব ভারতের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসছে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উড়িষ্যার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝামাঝি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে তারাা। এছাড়া কলকাতাসহ আশপাশের এলাকাগুলোতেও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ঝড়ের সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববারের এই ঘূর্ণিঝড় ছাড়াও সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে মঙ্গল ও বুধবার পশ্চিমবঙ্গের কলকাতা, মেদিনীপুর, ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামসহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলেও দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply