দেড় বছর পর খুললো ঢাবি’র লাইব্রেরি

|

দেড় বছর পর খুললো ঢাবি'র লাইব্রেরি

ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছর পর খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আপাতত কেবল স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবেন; প্রবেশের জন্য দেখাতে হবে বৈধ পরিচয়পত্র।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি। কোভিড পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে পাঁচদিন, অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার গ্রন্থাগার খোলা রাখা হবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গ্রন্থাগারের ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে; দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ ও বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে দুই শিফটে গ্রন্থাগার ব্যবহারের নির্দেশনাও দেয়া আছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply