নিকলী হাওরে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার

|

দমকল বাহিনীর তৎপরতায় হাওরে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার।

কিশোরগঞ্জ ব্যুরো :

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর পর্যটন এলাকায় ঘোড়াউত্রা নদী তীরবর্তী স্থানের পানিতে গোসল ও ডুবসাঁতার দিতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল আড়াইটার দিকে পৃথক দুই স্থান থেকে রনি ও আলমগীর নামক ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে। এর আগে গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াউত্রা নদী তীরবর্তী এলাকায় তারা নিখোঁজ হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে দুটি দলের ৫৫/৬০ জন পর্যটক একসাথে নিকলী হাওর পরিদর্শনে আসেন। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে সাড় ৫টার দিকে ঘোড়াদীগা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদী তীরবর্তী এলাকায় আলমগীর ও রনি গোসল করতে নেমে ডুবসাঁতার দিতে গিয়ে আর ভেসে উঠেননি। পানিতে ডুবে তাদের নিখোঁজ হওয়ার খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

আজ শনিবার সকাল সাড়ে সাতটা থেকে দমকল বাহিনীর ডুবুরি দল নিয়ে আবারও উদ্ধার তৎপরতা শুরু করলে দুপুর আড়াইটায় নিখোঁজ দুজনেরই মরদেহ উদ্ধার সম্ভব হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply