পুতিনের দাদা ছিলেন লেনিন-স্ট্যালিনের বাবুর্চি

|

বিশ শতকে দুনিয়া কাঁপানো বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন লেনিন। সেই বিপ্লব থেকে গঠিত সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে লেনিনের উত্তরসূরি ছিলেন স্ট্যালিন।

যাক সে কথা। চমকপ্রদ তথ্য হচ্ছে- সেই লেনিন, স্ট্যালিনে বাবুর্চি ছিলেন হালের ‘লৌহ মানব’ ও সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থার (কেজিবি) গুপ্তচর ভ্লাদিমির পুতিনের দাদা।

রোববার ইন্টারনেটে পোস্ট করা এক ভিডিওতে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

https://youtu.be/TNGEhpwhdRE

দুই ঘণ্টাব্যাপী ওই ডকুমেন্টারিতে বলা হয়, ভ্লাদিমির পুতিনের দাদা স্পিরিদন পুতিন স্ট্যালিনের ব্যক্তিগত কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। রয়টার্সের দেখা ওই ভিডিও পুতিন বলেন, “মস্কোর ডাচাস এলাকায় (দাদা স্পিরিদন পুতিন) লেনিনের বাবুর্চি ছিলেন, পরে স্ট্যালিনের।”

সাক্ষাৎকার গ্রহণকারী আন্দ্রে কন্দ্রাশভ গত জানুয়ারিতে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারাভিযানে একজন মুখপাত্র ছিলেন। তিনি বলেন, সোভিয়েত রাশিয়ার জন্য মৃত্যু অবধি রান্না করেছেন স্পিরিদন পুতিন। তিনি ১৯৬৫ সালে ৮৬ বছর বয়সে মারা যান।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ভিডিও দেখানো ওই তথ্যটি সঠিক।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply