দিল্লীর আদালতে গ্যাংস্টার হত্যাকাণ্ডে জড়িতরা এখনও অন্ধকারে

|

ছবি: সংগৃহীত

ভারতে দিল্লীর রোহিনি আদালতে গুলি চালিয়ে গ্যাংস্টার জিতেন্দর গোগিসহ চার ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নিরাপত্তাজনিত কারণে শনিবার (২৫ সেপ্টেম্বর) আদালতে যাননি আইনজীবীরা। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিল্লী বার অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দেয়, এ দিন কাজ বন্ধ রাখবেন তারা। আদালত প্রাঙ্গনে বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দর গোগিকে উত্তর দিল্লীর রোহিনি আদালতে তোলা হয়। এ সময় তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় তার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যরা। এতে গোগিসহ নিহত হয় অন্তত ৪ জন। পুলিশের দাবি, আইনজীবীদের পোশাক পরে এজলাসে ঢোকে সন্ত্রাসীরা। এর পরপরই দেশটির বিভিন্ন কারাগার ও আদালত চত্ত্বরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply