কতো টাকা ভ্যাট দিলো এই চার প্রতিষ্ঠান?

|

প্রযুক্তিনির্ভর বিদেশি কোম্পানি গুগল, ফেসবুক, অ্যামাজন এবং মাইক্রোসফট সাত কোটি ৮৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে। এর মধ্যে প্রথমবার ভ্যাট জমা দিল মাইক্রোসফট।

গুগল, ফেসবুক ও অ্যামাজন আগস্টের হিসাবে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং মাইক্রোসফট করপোরেশন জুন, জুলাই ও আগস্ট মাসের মোট ৩ কোটি ২৩ লাখ টাকার ভ্যাট জমা দিয়েছে। আগস্টে সার্চ ইঞ্জিন গুগল ১ কোটি ৭ লাখ, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ৩৪ লাখ এবং ফেসবুকের তিনটি কোম্পানির মোট ২ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট জমা দিয়েছে।

আইন অনুসারে ভ্যাট পরিশোধের ক্ষেত্রে স্থানীয় ভ্যাট এজেন্টরা দায়বদ্ধ। ভ্যাট রেজিস্ট্রেশন পেতে এবং রিটার্ন জমা দেওয়ার জন্য সংস্থাগুলো ২০১৯ সাল থেকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছিল। চলতি বছর ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply