আগামী এক বছরের মধ্যেই শেষ হবে করোনা: মডার্না সিইও

|

ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে করোনা মহামারি থেকে মানবজাতি রেহাই পাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানস ব্যানসেল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ফোর্বসের।

ব্যানসেল বলেন, করোনার টিকার উৎপাদন এবং বিশ্বজুড়ে এর সরবরাহ বেড়েছে অনেকাংশে। সে হিসেবে আগামী বছরের মাঝামাঝিতে আমরা বিশ্বের প্রায় সবাইকেই টিকা দিতে সক্ষম হবো। পাশাপাশি করোনা অত্যন্ত সংক্রামক হওয়ায়, যারা টিকা নেননি তাদের মধ্যেও প্রাকৃতিকভাবে প্রতিরোধ গড়ে উঠবে। নবজাতকদের জন্যও আমরা টিকা আনতে সক্ষম হবো দ্রুত। এভাবেই, আগামী এক বছরের মধ্যে করোনাকে সাধারণ ফ্লুয়ের মতোই পরিণত করতে পারবো আমরা।

করোনা টিকা নিয়ে ব্যানসেল বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধে সক্ষম এমন টিকার পরীক্ষা চালাচ্ছি আমরা। আগামী বছর হয়তো তা বুস্টার ডোজে পরিণত হতে পারে। এছাড়া ডেল্টা প্লাস এবং বিটা ধরন নিয়েও আমরা কাজ চালাচ্ছি। তাই আমি বিশ্বাস করি, করোনাকালকে উতরে যেতে বেশি দেরি নেই মানবজাতির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply