দাবানল থেকে বাঁচাতে অ্যালুমিনিয়ামে মোড়া হচ্ছে গাছ

|

ক্যালিফোর্নিয়ার সেকুইয়া জাতীয় পার্কে হাজার বছরের পুরানো সেকুইয়া গাছগুলোকে দাবানল থেকে রক্ষা করার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দ্য জেনারেল শেরম্যান নামে পরিচিত একটি গাছকে অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ে দেয়ার ছবিটি দেখতে পাচ্ছেন। ফায়ারজেটের ওই অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ে দেয়া হলে গাছগুলো অন্তত ৫৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও ঠান্ডা থাকবে। কেননা, এ ধরনের অ্যলুমিনিয়াম আগুন ও বিস্ফোরনের ব্যাপক তাপ বিকিরণ করতে পারে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকার একটি খবর।

এমনকি এই অ্যালুমিনিয়াম দাহ্য পদার্থের ছোট টুকরাও ভেতরে ঢোকা থেকে আটকে দেয়। জানা যায়, ফায়াজেটের সবচেয়ে বড় গ্রাহক মার্কিন সরকার। দেশটির ফরেস্ট সার্ভিস এবং ন্যাশনাল পার্ক সার্ভিস কোম্পানিটির প্রায় ৯৫ শতাংশ পণ্য কিনে থাকে। ফায়ারজ্যাটের প্রেসিডেন্ট ড্যান হিরনিং জানান, ফায়ারজেট এবছর অন্তত ৬০০ থেকে ৭০০টি ভবন, সেতু ও গাছপালা মোড়ার কাজ করেছে।

একজন ফায়ার সার্ভিসকর্মী গাছগুলোকে অ্যালুমিনিয়ামে মোড়াতে মোড়াতে জানান, এভাবে গাছ মোড়ানোটা অনেকটা ক্রিসমাসের উপহার মোড়ানোর মতো!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply