পোষাপ্রাণী রাস্তায় মলত্যাগ করলে পরিষ্কার করতে হবে মালিককে, নয়তো জরিমানা

|

ছবি: সংগৃহীত

পোষা কুকর বা অন্য কোনো পোষ্য জন্তুকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হবার পর যদি ওইসব প্রাণী রাস্তায় মলত্যাগ করে তবে সেটি পরিষ্কার করে অথবা জরিমানা পরিশোধ করে বাড়ি ফেরা সম্ভব না। হাতে নাতে ধরা পড়লেই একেবারে কড়ায় গণ্ডায় হাজার টাকা জরিমানা দিতে হবে।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এ ব্যাপারে একটি নির্দেশনা ইস্যু করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

নির্দেশনায় বলা হয়েছে, হয় রাস্তা থেকে কুকুর বা পোষ্য জন্তুর বিষ্ঠা পরিষ্কার করতে হবে নয়তো গুনে গুনে হাজার টাকা জরিমানা দিতে হবে পোষ্যের মালিককে। স্বচ্ছ ভারত কর্মসূচিতে আরও ভালো ফলাফল করার লক্ষ্যে জব্বলপুরের কমিশনার এই নতুন নির্দেশনামা ইস্যু করেছেন।

পৌর কমিশনার জানিয়েছেন, এবার থেকে আর বাড়ির কুকুরকে নিয়ে রাস্তায় মলত্যাগ করানোর জন্য নিয়ে যাওয়া যাবে না। যদি এরকম হয়ে থাকে তবে তাকে হাজার টাকা জরিমানা দিতে হবে। ভারতের মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট ১৯৫৬ অনুসারে এই নির্দেশ জারি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply