আইপিএলে গতির ঝড় তুললেন নোখিয়া

|

ছবি: সংগৃহীত

আইপিএলের ৩৩তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে আগুনে গতিতে বল করেছেন দক্ষিন আফ্রিকার বোলার এনরিখ নোখিয়া।

বুধবার (২২ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রান পর্যন্ত তুলতে পারে হায়দ্রাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আব্দুল সামাদ। দুই দক্ষিন আফ্রিকান রাবাদা ও নোখিয়া নেন যথাক্রমে ৩ টি ও ২ টি উইকেট। জবাবে ১৩ বল ও ৮ উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আয়ার ৪৭ ও রিশাভ পান্ত ৩৫ রান করে অপরাজিত থাকেন।

এদিন নিজের প্রথম ওভারেই গতির ঝড় তোলেন নোখিয়া। প্রথম বলটাই ছুড়েন ১৪৮.২ কিলোমিটার গতিতে। এরপরের দুটো বল করেন ১৪৫ ও ১৪৭.৫ কিলোমিটার গতিতে। চতুর্থ ও পঞ্চম বলের গতি ১৫০ এর ওপরে তোলেন তিনি। শেষ বলটির গতি ছিল ১৪৭.১ কিলোমিটার।

ম্যাচে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট নেন নোখিয়া। ‌এরমধ্যে ১৪টি বলই ডট দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে কোন খেলোয়াড়ের বলে এত গতি দেখেনি আইপিএল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply