বিশ্বকাপ মাতানো রদ্রিগেস যোগ দিলেন কাতারের ক্লাবে

|

ছবি: সংগৃহীত

দল পরিবর্তন করেছেন ২০১৪ ফুটবল বিশ্বকাপ মাতানো হামেস রদ্রিগেস। ইংলিশ ক্লাব এভারটন ছেড়ে কাতারের ক্লাব আল-রাইয়ানে যোগ দিয়েছেন কলম্বিয়ার এ অ্যাটাকিং মিডফিল্ডার।

মূলত, কোচের সাথে বিবাদে জড়িয়েই এভারটন ছেড়ে কাতারের ক্লাবটিতে যোগ দিয়েছেন এ তারকা।

গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে যোগ দেন হামেস। তৎকালীন কোচ আনচেলোত্তির অধীনে ২৬ ম্যাচ খেলে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে সামর্থ্যের প্রমাণও রাখেন এই মিডফিল্ডার। কিন্তু হঠাৎ আনচেলোত্তির রিয়াল মাদ্রিদে যোগ দেয়াটা কাল হয়ে দাঁড়ায় হামেসের জন্য। নতুন কোচ রাফায়েল বেনিতেজের সাথে রসায়নটা মোটেও জমেনি এই কলম্বিয়ানের। মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ এই কোচ হামেসকে নতুন ক্লাব খোঁজার তাগিদ দেন। আর তাতেই এভারটন ছেড়ে আল রাইয়ানে যোগ দেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ মাতানো এই ফুটবলার।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর ওই বছরই রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন আলোচনার জন্ম দেয়া রদ্রিগেস। শুরুর দিকে দারুণ পারফর্ম করলেও পরবর্তীতে দলে জায়গা পেতে সংগ্রাম করতে হয় তাকে। মাঝে ধারে বায়ার্নে খেলে রিয়ালে ফেরার পর যোগ দেন এভারটনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply