লিগ কাপ থেকে বিদায় রোনালদোহীন ম্যানইউ’র

|

ছবি: সংগৃহীত

ওয়েস্টহ্যামের কাছে ১-০ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এতে ১৩ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয় পেলো হ্যামাররা।

সবশেষ খেলা লিগ ম্যাচে ওয়েস্টহ্যামকে হারিয়েছিলো ম্যান ইউ। কিন্তু লিগ কাপের এই লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস, পগবাসহ একাদশের সব খেলোয়াড়কে বসিয়ে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মাঠে নামান কোচ ওলে গানার সুলশার। এর খেসারত দিতে হয় ম্যাচের শুরুতেই। ৯ মিনিটে ম্যানুয়েল লানজিনির গোলে লিড নেয় ওয়েস্টহ্যাম। পিছিয়ে পড়ে ম্যাচের পুরো সময় আর কোন গোলেরই দেখা পায়নি মার্শিয়াল, সানচেজরা।

১৯৬১ সালে শুরু হওয়া লিগ কাপে মোট পাঁচবার শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ৫ বছর আগে শিরোপার স্বাদ পায় রেড ডেভিলরা। সর্বোচ্চ আটবার জিতে শিরোপা তালিকায় সবার ওপরে লিভারপুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply