বন্দুকধারীর হামলায় আফগানিস্তানে দুই তালেবান যোদ্ধা নিহত

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গাহারে বুধবার (২২ সেপ্টেম্বর) এক বন্দুকধারীর হামলায় দু’জন তালেবান সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় বলেও জানিয়েছে আরব নিউজ।

প্রত্যক্ষ্যদর্শীদের দেয়া তথ্য বলছে, নাঙ্গাহারের জালালাবাদ শহরে তালেবানের একটি চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক অজ্ঞাত ব্যক্তি। এতে সেখনে অবস্থানরত দু’জন তালেবান সদস্য এবং এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। তবে তালেবানের দাবি, এ ঘটনায় যারা মারা গেছে, তারা সবাই সাধারণ জনগণ।

একইদিনে জালালাবাদে একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দু’জন তালেবান সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। তবে এ সংক্রান্ত বিস্তারিত কোনও তথ্য এখনও সংবাদ মাধ্যমের হাতে আসেনি।

তবে জালালাবাদে তালেবান সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা এই প্রথম নয়। শহরটি এক সময় ছিল আরেক সশস্ত্র গ্রুপ দায়েশের মূল ঘাঁটি। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর থেকেই জালালাবাদে তাদের সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। যদিও বুধবারের হামলার পেছনে কারা আছে, তা এখনও স্পষ্ট নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply