শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় তারা আতিথ্য দেবে মায়োর্কাকে। এই ম্যাচ জিতলেই লা লিগার শীর্ষস্থান ফিরে পাবে আনচেলোত্তির শিষ্যরা।

কার্লো আনচেলোত্তির অধীনে অনেকটা মানিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। সবশেষ চার ম্যাচে তাদের শতভাগ জয়ে সেটিই প্রতিফলিত হয়েছে। মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও টনি ক্রুজের মাঠে নামার সম্ভাবনা কম। লম্বা ইনজুরিতে গ্যারেথ বেল, ফ্রিল্যান্ড মেন্ডি, মার্সেলো, সেবায়োস ও কারভাহাল। তবে বেনজেমা আর ভিনিসিয়াসের ফর্মে জয়ের ধারাতেই আছে লস ব্লাঙ্কোসরা।

তবে মায়োর্কার বিপক্ষে রিয়ালের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। দুই দলের ৩৬ দেখায় ২০ জয়ের বিপরীতে ১১টি হার আছে মাদ্রিদের ক্লাবটির।

৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply