রেলিগেশন এড়িয়া থেকে বাঁচতে আজ মাঠে নামছে য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

ইতিলিয়ান লিগ সিরিএতে আজ রাতে মাঠে নামছে দুই জায়ান্ট য়্যুভেন্টাস ও এসি মিলান। রাত সাড়ে ১০টায় য়্যুভেন্টাসের প্রতিপক্ষ স্পেজিয়া। আর রাত পৌনে একটায় ভেনেসের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান।

এবারের লিগ খুব বাজেভাবে শুরু করেছে য়্যুভেন্টাস। চার ম্যাচে জয়হীন দলটি মাত্র দুই পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৮ নম্বরে। লিগের ১২ নম্বর দল স্পেজিয়ার বিপক্ষে এই ম্যাচে তাই তিন পয়েন্ট চায় তুরিনের ক্লাবটি। তবে স্পেজিয়ার বিপক্ষে জুভেদের অতীত রেকর্ড সুখকর নয়। দুই দলের ৮ দেখায় ২টি জয়ের বিপরীতে সমান দুটি হার য়্যুভেন্টাসের, চারটি ম্যাচ ড্র হয়েছে।

রাতে মাঠে নামবে আরেক জায়ান্ট এসি মিলান। রাত পৌনে একটায় ভেনেসের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে জয় তুলে শীর্ষ দল ইন্টারের সমান ১৩ পয়েন্ট নামের পাশে যুক্ত করতে চায় মিলানের ক্লাবটি। ভেনেসের বিপক্ষে তাদের রেকর্ড বেশ ভালো। সবশেষ ছয় দেখায় চারটি ম্যাচ জিতেছে মিলান। তবে স্টেফানো পিওলির দলের দুশ্চিন্তার নাম ইনজুরি। বাকাইয়োকো, ইব্রাহিমোভিচের পর এবার চোট পেয়েছেন জিরু। এছড়াও দলের আরও চার ফুটবলার ইনজুরিতে মিস করবেন এই ম্যাচ।

সিরিএতে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। নাপোলির সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান এসি মিলানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply