বিভিন্ন দেশকে এ বছরেই ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে চীন

|

বিভিন্ন দেশকে এ বছরেই ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে চীন

ছবি: সংগৃহীত

করোনা মহামারি মোকাবেলায় চলতি বছরই বিভিন্ন দেশে অন্তত ২০০ কোটি ডোজ ভ্যাকসিন দেবে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে রেকর্ডকৃত ভাষণে এ প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কোভিড নাইনটিন মোকাবেলায় শক্তিশালী হাতিয়ার- ভ্যাকসিন। প্রত্যেক দেশে টিকার প্রাপ্তি, সুষম বণ্টন এবং ক্রয়ক্ষমতার ওপর গুরুত্বারোপ করছি আমরা। তাই চলতি বছরের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে চীন।

মহামারি মোকাবেলায় জাতিসংঘ পরিচালিত কোভ্যাক্সে দেবে ১০ কোটি মার্কিন ডলার সহযোগিতা। এছাড়া উন্নয়নশীল দেশগুলো পাবে করোনা টিকার ১০ কোটি ডোজ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply