রোগীদের জন্য নিজেদের বেতন কমাতে চান ডাক্তাররা

|

বেতন বাড়ানো নিয়ে কত তুলকালাম কাণ্ডই না ঘটে। তবে বেতন বাড়ানোর দাবি প্রায় সবক্ষেত্রেই যৌক্তিক হয়ে থাকে। অনেক কাঠ-খড় পুড়িয়ে তারপর বেতন বাড়ানো দাবি আদায় করা হয়।

বিশ্বব্যাপী এ ঘটনা অহরহ দেখা যায়। সে অন্য আলাপ। কিন্তু বেতন কমানোর দাবি, এমনও কি ঘটে এই ধরাধামে!

ঘটে নয়, ইতিমধ্যে ঘটেছে। নিজেরাই নিজেদের বেতন বৃদ্ধির বিরোধিতা করেছেন কানাডার একদল ডাক্তার, নার্স ! তাদের বেতন বাড়ালে সাধারণ মানুষের জন্য সরকারি বাজেট বরাদ্দে টান পড়তে পারে এমন যৌক্তিকতা থেকে তারা এই বিরোধিতা করছে।

কানাডার ফরাসি ভাষাভাষী অধ্যুষিত কুবেক প্রদেশের সাড়ে ৭০০-র বেশি ডাক্তার, আবাসিক ও মেডিকেল ছাত্র এক অনলাইন চিঠিতে সই করে বেতন বৃদ্ধির বিরোধীতা করেছে।

চিঠিতে তারা বলেছেন, ডাক্তার ও নার্সদের ইউনিয়ন ও প্রশাসনের মধ্যকার দর কষাকষিতে বেতনবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও তারা বেশি বেতন নেবেন না।

তারা বলছেন, বর্ধিত বেতন বাতিল করা হোক, এবং ওই অর্থ কুবেকের জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে পরিকল্পনা মাফিক ব্যয় করা হোক। বিশেষত গরীব রোগীদের সুবিধা দেওয়া হোক।

কানাডায় সরকারি টাকায় সবার জন্য চিকিতৎসা সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply