সংক্রমণ কমছে, তবে বাড়তে পারে যেকোনো সময়

|

গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার ও মৃতের সংখ্যা আশাব্যঞ্জকভাবে কমছে, তবে নতুন করে বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এই হার বেড়ে যেতে পারে যেকোনো সময়। তবুও মানুষ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য দেখাচ্ছে। তাই জনসচেতনতা ধরে রাখতে ও বাড়াতে কাজ করে যাচ্ছে উন্নয়ন সংস্থা, ব্র্যাক।

করোনায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ যেকোনো সময় আসতে পারে নতুন ভ্যারিয়েন্ট। করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে রাজধানীর রায়ের বাজার এলাকার একটি কাঁচাবাজারে ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার। বাজারের ক্রেতা বিক্রেতারা ব্যবহার করছেন এটি। এছাড়াও সচতেনতা রক্ষার জন্য তারা বিতরণ করছে মাস্ক।

ব্র্যাকের এইচএনপিপি প্রকল্পের পরিচালক মোর্শেদা চৌধুরী জানালেন, দাতা সংস্থার সহায়তায় সরকারের সাথে যৌথভাবে কাজ করছে ব্র্যাক। আর তাদের কাজের সুফল পাচ্ছে সাধারণ মানুষ।

ডেল্টা প্লাস ও সাউথ আফ্রিকাসহ করোনার বেশকিছু ভ্যারিয়েন্ট সংক্রমণের হার বৃদ্ধি ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মন্তব্য করলেন আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

অতিমারিকালে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে একযোগে কাজ করার তাগিদ বিশ্লেষকের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply