মুজিববর্ষ উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ

|

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের উত্তর লনের বাগানে একটি বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে একটি বেঞ্চ উৎসর্গ করেন তিনি। প্রধানমন্ত্রীর আশা, ‘এই বৃক্ষটিও শতবর্ষের ওপর টিকে থাকবে এবং শান্তির বার্তাই বয়ে বেড়াবে।’

নিউইয়র্কের স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে যোগ দেন। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার মাসেই ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, কাজেই সেই মাসে জাতিসংঘ সদর দফতরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপন করা হলো এবং একটি বেঞ্চ উৎসর্গ করা হলো।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশের দরিদ্র মানুষের কথাও যেমন তিনি ভেবেছেন তেমন সারাবিশ্বের ক্ষুধা ও দারিদ্র্য জর্জরিত, শোষিত-বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন।

শেখ হাসিনা বলেন, সকলের সাথে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, এটাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply