এবার বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

|

ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলের পর এবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ছেন ভিরাট কোহলি।

গত রোববার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জানিয়েছে, আইপিএলের চলতি আসরের পরই অধিনায়কত্ব ছাড়বেন ভিরাট কোহলি।

আরসিবির অফিসিয়াল টুইটার পেইজ থেকে প্রকাশিত এক ভিডিওতে ভিরাট বলেন, পুরো আরসিবি পরিবার ও আমাদের দলের সমর্থকদের জন্য একটি ঘোষণা আছে আমার তরফ থেকে। আরসিবির অধিনায়ক হিসেবে এটাই হবে আমার শেষ আইপিএল। তবে বেঙ্গালুরুর খেলোয়াড় হিসেবেই আমি থেকে যাবো আর আইপিএল ক্যারিয়ার শেষও করবো বেঙ্গালুরু থেকেই। আশা করছি, বিগত দিনের মতো সামনেও আমি সমর্থকদের ভালোবাসা পাবো।

কোহলি আরও বলেন, অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সাথে আজ সন্ধ্যায় কথা বলেছি আমি। এছাড়াও এ ব্যাপারে ভেবেছি কিছুদিন যাবত। এখানে আমার দায়িত্ব আমি ভালোভাবেই সম্পন্ন করতে চাই। এছাড়া আমি অনুভব করেছি যে সবকিছু আবার নতুন করে শুরু করা দরকার। তবে এই নয় বছরের যাত্রা ছিল আনন্দ, হতাশা, প্রাপ্তি আর কষ্টে পূর্ণ। এই সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply