পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতো দলবদল কেন?

|

বিধানসভা নির্বাচনের আগে ভরাডুবির আশঙ্কায় তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন নেতা। তবে সরকার গঠনের পর আবারও পুরানো ফিরছেন দলত্যাগীরা। পাশাপাশি, তৃণমূলে নতুনভাবেও নাম লেখাচ্ছেন শীর্ষ বিজেপি নেতারাও। যার অন্যতম লোকসভা এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গুঞ্জন রয়েছে, চলতি সপ্তাহে থাকছে আরও চমক।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪৩ আসনের ১৮টি যায় বিজেপির ভাগ্যে। রাতারাতি বাংলায় শক্ত অবস্থান গড়ে তোলে কেন্দ্রের ক্ষমতাসীনরা। তারপরই রাজ্যে লাগে ভাঙনের হিড়িক। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় অন্তত ৩০ নেতা দল ছেড়ে যোগ দেন বিজেপিতে।

তবে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর উল্টে গেছে পাশার দান। এবার বিজেপির শীর্ষস্থানীয় নেতারা নাম লেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে। গত শনিবারও তৃণমূলে যুক্ত হন বিজেপির প্রভাবশালী এমপি বাবুল সুপ্রিয়। অনেকেই অনুমান করছেন, লকেট চট্টোপাধ্যায়সহ বিজেপির আরও দুই এমপি এবং ১২ বিধায়কও যোগ দিতে পারেন তৃণমূলে।

অন্যান্য বিরোধী দলগুলোর দাবি, বাংলায় ক্ষমতা হারাচ্ছে বিজেপি। আর সেই ফাটলের সুযোগ নিচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলবদলের এই খেলা সাধারণ মানুষের সাথে প্রতারণার শামিল। একজন সিনিয়র সাংবাদিক অভয় নাগ।

তৃণমূল সূত্র বলছে, শুধু বাবুল সুপ্রিয় নন। দলবদলের এই খেলায় রয়েছে আরও বড় বিস্ময়। পশ্চিমবঙ্গের তিন বিধানসভা আসনে, উপ-নির্বাচনের আগে কী সেই চমক আসছে, টি দেখার অপেক্ষায় রাজ্যবাসী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply