ভোটগণনা শেষ হওয়ার আগেই জয়ের দাবি পুতিনের দলের

|

রাশিয়ার পার্লামেন্ট নিবার্চনে জয়ের দাবি ভ্লাদিমির পুতিনের দল, ইউনাইটেড রাশিয়ার। বুথফেরত জরিপেও ক্ষমতাসীন পার্টির জয় স্পষ্ট।

রোববার (১৯ সেপ্টেম্বর) জালিয়াতি-কারচুপির অভিযোগের মধ্যে দিয়েই শেষ হয় পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটি। তবে নির্দিষ্ট দলকে ভোট প্রদানে বাধ্য করা এবং ব্যালটবক্স আগেই পূর্ণ করার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। ইসির দাবি, ২৫ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। যাতে ৪৫ শতাংশ সমর্থন পেয়েছে ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’।

অবশ্য, ভোটাভুটি শেষ হওয়ার পরপরই জয়ের দাবি করেন দলীয় নেতাকর্মীরা। রাজধানী মস্কোতে বিজয়োল্লাসে মেতে ওঠেন দলটির শীর্ষ রাজনীতিকরা।

১১টি টাইমজোনের কারণে, নিম্নকক্ষ বা স্টেট দুমার ভোটগ্রহণে লেগেছে তিন দিন। এই তিনদিনে সাড়ে ৪শ জনপ্রতিনিধির ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply