শেষ সময়ে জোরেশোরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

|

মণ্ডপ ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে বিভিন্ন জেলায়।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সর্বজনীন এই উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। দেশের অন্যান্য স্থানের মতো প্রতিমা তৈরিতে ব্যস্ত পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার কারিগররা। এরপরেই শুরু হবে মণ্ডপ সজ্জার কাজ। ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ।

প্রতিমা শিল্পীদের কর্মস্থলে শিল্পীর নিপুণ হাতে ছোঁয়ায় একটু করে ফুটে উঠছেন দেবী দুর্গা। দুর্গতিনাশিনীকে বরণ করতে পাবনায় প্রস্তুতি চলছে জোরেশেরে। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। মণ্ডপ ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রতিমা কিনতে দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা।

এবার জেলায় ৬ শতাধিক মণ্ডপে হবে দুর্গোৎসব। সার্বজনীন এই উৎসবকে ঘিরে ব্যস্ত জেলাগুলোর আয়োজক কমিটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সুজন দত্ত জানালেন, শেষ সময়ে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ।

১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাৎসব। এবার ঘোটকে করে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা, আর ফিরবেন পালকিতে করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply