যেকোনো মুহূর্তে সক্রিয় হতে পারে লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি

|

স্পেনের লা পালমা দ্বীপের সান আন্তোনিও আগ্নেয়গিরি। ছবি: সংগৃহীত

স্পেনে যেকোনো মুহূর্তে সক্রিয় হতে পারে লা-পামা দ্বীপের আগ্নেয়গিরি। জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘ইয়েলো অ্যালার্ট’।

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) আসন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার কথা জানান গবেষকরা। মাত্র একদিন আগেই ৩ দশমিক ২ মাত্রার কম্পনের পর জোরালো হয় লাভা উদগীরণের শঙ্কা।

এলাকাটিতে অন্তত ৪ হাজার আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে আছে কমপক্ষে ৪০ হাজার বাসিন্দা। তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনও গ্রহণ করেছে সর্বোচ্চ প্রস্তুতি। সবশেষ ১৯৭১ সালে লাভা উদগীরণ হয় ‘কুমব্রে ভিয়েজা’ আগ্নেয়গিরিতে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply