ওসি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

|

চট্টগ্রামে ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে থানার ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বিকেলে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আজিম হোসেন প্রকাশ ইমন, মো. আরিফ হোসেন ও মো. তারেক।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমানের কাছে কল করে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেফতারকৃত আজিম হোসেন। একটি নগদ নম্বরে দেড় হাজার টাকাও পাঠান ওই ব্যবসায়ী।

পরদিন আবারও চাঁদার টাকা দাবি করে, না দিলে অন্যথায় ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। এমন অবস্থায় থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

পুলিশ আরও জানায়, কখনো রিকশাচালক, কখনো দিনমজুর হিসেবে কাজ করে অভিযুক্তরা। বিভিন্ন সময়ে তারা সেবাপ্রার্থী সেজে বিভিন্ন থানায় গিয়ে ওসি ও অফিসারদের নাম সংগ্রহ করে এবং থানায় সংঘটিত বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজখবর নেয়। এরপর উক্ত ঘটনার দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম ব্যবহার করে আসল বাদী, বিবাদীর কাছ থেকে চাঁদা দাবি করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ২টি মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply