বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, ক্ষমতাসীন দলের অধীনেই পরবর্তী নির্বাচন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও-এ পলিসি অ্যানালাইসিসি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের আলোকেই পরবর্তী নির্বাচন হবে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল তৈরি করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, সৃজনশীল শিক্ষা পদ্ধতি দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা থেকে কী অর্জন হয়েছে তা নিয়ে গবেষণা করা দরকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply