ই-কমার্সে বাস্তবসম্মত অফার দেখে বিনিয়োগ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ই-কমার্সের নামে ধামাকা-ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকরা ব্যবসার নামে প্রতারিত হচ্ছেন। এজন্য বিনিয়োগ করার আগে বাস্তবসম্মত অফার দেখে বিনিয়োগ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা প্রতারণার সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে। তবে সবার প্রতি আহ্বান থাকবে চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন।

এর আগে রোববার সকালে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ব্যবসার নামে গ্রাহকরা যেভাবে প্রতারিত হচ্ছেন, সে জন্য গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply