আজ পিএসজির ঘরের মাঠে অভিষেক ঘটতে যাচ্ছে মেসির

|

ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন। পিএসজির ঘরের মাঠে এটাই হতে যাচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রথম ম্যাচ।

ঘরের মাঠে আজ (১৯ সেপ্টেম্বর) রাত ১২.৪৫ এ লিঁওকে আতিথ্য দেবে পচেত্তিনোর শিষ্যরা। লিঁওর সাথে মোট ২০ ম্যাচের মধ্যে ১৪ জয় পিএসজির। বিপরীতে মাত্র ৪ ম্যাচে জয় পায় লিঁও। ড্র হয়েছে ২ টি ম্যাচ।

পিএসজি কোচ মউরেসিয়ো পচেত্তিনোও ম্যাচের প্রতি ব্যক্ত করলেন তার আশাবাদ। বলেন, লিঁওর বিপক্ষে খেলতে মেসি মুখিয়ে আছে। এদিকে, ইনজুরির কারণে আজও মাঠে নামা একপ্রকার অনিশ্চিত স্প্যানিশ তারকা সার্জিও রামোসের বলে জানান এই কোচ।

পিএসজির হয়ে রিমসের মাঠে ২৯ আগস্ট মেসি খেলেছিলেন তার প্রথম ম্যাচ। নেইমারের বদলি হিসেবে খেলতে নেমেছিলেন মেসি। তবে গেল বুধবার চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে শুরুর একাদশে নেমেছিলেন মেসি। এই ম্যাচেও মেসি শুরুর একাদশে থাকবেন বলে ধারণা ইউরোপীয় গণমাধ্যমের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply