আফগানিস্তানে সিরিজ বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ শহরে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। শনিবারের এসব হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

প্রশাসনের তথ্য অনুসারে, নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে অন্তত ৪টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে গুরুতর দগ্ধদের। আহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।

এখনও কেউ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবানের জোরালো দাবি, এর পেছনে রয়েছে ISKP’র হাত। এরইমাঝে, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে; চলছে জিজ্ঞাসাবাদ।

একইদিন রাজধানীর ‘দাশত-ই-বারসি’ এলাকায় ঘটানো হয়েছে গাড়ি বোমা বিস্ফোরণ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন। কাবুল বিমানবন্দরে দু’দফা জোরালো বিস্ফোরণ ঘটানোর প্রায় একমাস পর চালানো হলো এতোবড় হামলা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply