নিরাপত্তা চুক্তি নিয়ে মিত্রদের প্রতি ফ্রান্সের অসন্তোষ

|

নিরাপত্তা চুক্তি নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া। এমন মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ান। সম্প্রতি সম্পাদিত ‘অকাস চুক্তি’ অনুযায়ী নিজেদের উন্নত প্রযুক্তি ভাগাভাগি করবে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ও ফ্রান্স। এর ফলে পারমাণবিক সাবমেরিন তৈরির সুযোগ পাবে অস্ট্রেলিয়া। তবে এর পরই ফ্রান্সের সাথে করা ৩ হাজার ৭শ কোটি ডলারের চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া।

ফরাসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দেশ দুটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারে দ্রিয়ান বলেন, আস্থা ভঙ্গ করেছে মিত্ররা। যুক্তরাষ্ট্রের সাথে প্রথমবারের মতো সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলেন, সংকটের গভীরতা সত্যিই অনেক বেশি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন চুক্তি করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, চীনকে ঠেকাতেই এ পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply