মাহেলার না, কে হবেন ভারতের পরবর্তী কোচ?

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীর বিদায়ের খবর প্রায় নিশ্চিত। তার জায়গায় কে আসবেন সেটি নিয়েও চলছে জোর আলোচনা।

হেড কোচ পদে অনিল কুম্বলেকে প্রত্যাবর্তন করানো হতে পারে বলে জোর গুঞ্জন ভারতের ক্রিকেট পাড়ায়। তবে তার আগে শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনেকে শাস্ত্রীর জায়গায় চিন্তাভাবনা করা হয়েছিল। সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহেলা। খবর আনন্দবাজারের।

মাহেলা নাকি শ্রীলঙ্কার কোচিং করাতেই বেশি আগ্রহী। তাছাড়া বর্তমানে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচও তিনি। একইসাথে আইপিএল ও ভারতের কোচিং করানো সম্ভব নয়।

মাহেলা না বলায় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কুম্বলেই। চার বছর আগেও ভারতীয় দলের কোচ করা হয়েছিল তাকে। কিন্তু অধিনায়ক কোহলির সঙ্গে দূরত্ব বাড়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে সম্পর্ক ভালো কুম্বলের। তাই কুম্বলের পাল্লা ভারী বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply