অষ্টম ও নবম শ্রেণির ক্লাস নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

|

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে বোর্ড পরীক্ষার্থী ছাড়া বাকি শ্রেণিগুলোতে ক্লাস দেয়া হয়েছে সপ্তাহে একদিন করে। তবে ক্লাস চলার একসপ্তাহ পর এলো নতুন ঘোষণা। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয়েছে ক্লাসের দিন। এখন থেকে তারা একদিনের পরিবর্তে সপ্তাহে দুদিন করে ক্লাস করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি রোববার ও বৃহস্পতিবার অষ্টম শ্রেণির ক্লাস হবে। আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণির ক্লাস।

তবে আগের নিয়মেই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও সোমবার সপ্তম শ্রেণির ক্লাস হবে। দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসও আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিনই হবে।

এছাড়া, আগামী ২০ সেপ্টেম্বর থেকে নতুন সূচি অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করার আদেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply