তদবিরেই বেশি শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে নয়: কাদের

|

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

তদবিরেই বেশি শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের একটা বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক মানে পরিগণিত হয় না এটা খুবই দুঃখজনক। শিক্ষকরা প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করেন। এতে ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, হলগুলোতে পলিটিকাল রুম কালচার বন্ধ করতে হবে। লিখিতভাবে এই কালচার আজীবনের জন্য বন্ধ করতে হবে। এতে কেউ অখুশি হলে তা দেখার বিষয় নয়।

ওবায়দুল কাদের জানান, সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে যাবে বলে আশা করছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply