গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন সংস্করণ প্রকাশ

|

ছবি: সংগৃহীত

একগাদা নতুন চমক নিয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত হলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন সংস্করণ। লিপিবদ্ধ করা হয় নতুন নতুন বিশ্বরেকর্ড।

জনপ্রিয় বইটির তালিকায় স্থান পেয়েছে সবচেয়ে লম্বা কানের কুকুর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা কিশোরের নাম। ৭ ফুট সাড়ে ৫ ইঞ্চি উচ্চতার কিশোরের নাম অলিভার রেক্স।

বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর অলিভার রেক্স। ছবি: সংগৃহীত

স্কুটারে চেপে ৪ দশমিক ৩৭ সেকেন্ডে ৫ মিটার পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে কানাডার কুকুর ডুয়ো আর বিড়াল সাশিমির জুটি।

জার্মানির ক্যাথারিন ও এলিজাবেথ লিন্ডিঙ্গার খর্বকায় জমজ হিসেবে নাম লিখিয়েছেন গিনেজ বুক অন ওয়ার্ল্ডে।

ক্যাথারিন ও এলিজাবেথ লিন্ডিঙ্গার। ছবি: সংগৃহীত

হাত দিয়ে হেঁটে সবচেয়ে দ্রুতগামী মানুষের খেতাব পেয়েছেন মার্কিন নাগরিক জিয়ন ক্লার্ক। জন্ম থেকেই পা নেই তার। ২০ মিটার দূরত্ব অতিক্রমে মাত্র ৪ দশমিক ৭৮ সেকেন্ড সময় লাগে তার।

জিয়ন ক্লার্ক। ছবি: সংগৃহীত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply