‘জিয়া মুক্তিযোদ্ধা নন’ সংসদ থেকে এসব কথা এক্সপাঞ্জের দাবি

|

‘জিয়া মুক্তিযোদ্ধা নন’ সংসদ থেকে এসব কথা এক্সপাঞ্জের দাবি

ছবি: সংসদে হারুনুর রশীদ।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মুক্তিযোদ্ধা’ ও ‘সমাধি ‘ ইস্যুতে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এসময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তিনি ‘মুক্তিযোদ্ধা নন’ এমন বক্তব্য সংসদ থেকে এক্সপাঞ্জের দাবি জানান সংসদ সদস্য হারুনুর রশীদ।

বিএনপির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ইতিহাস ইতিহাসবিদরা লিখবেন; যখন রাজনীতিবিদরা লেখেন তখন মুশকিল। এসব বক্তব্যের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, তারাও চান ইতিহাস বিকৃতি বন্ধ হোক।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর আছে কিনা তার জন্য একটি তদন্ত কমিটি করতে বিএনপির প্রতি আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। সরকার সে কমিটিকে সহযোগিতা করবে বলে জানান তিনি। আইনি বাধা না থাকলে খালেদা জিয়ার নেতৃত্বেই সে কমিটি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply