তালেবানের কাবুল দখলের সময় ছুটিতে থাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি

|

তালেবানের কাবুল দখলের সময় ছুটিতে থাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি

হঠাতই রদবদল ব্রিটিশ মন্ত্রিসভায়। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে ডমিনিক রাবকে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন লিজ ট্রস। তিনি আগে নারী ও সমঅধিকার মন্ত্রী ছিলেন। দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবেও। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী তিনি।

এর আগে প্রথম নারী হিসেবে এই পদে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েছিলেন মার্গারেট বেকেট। অন্যদিকে ডমিনিক রাবকে উপ-প্রধানমন্ত্রী ও বিচার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

রাবের বিরুদ্ধে অভিযোগ, তালেবানরা কাবুল দখল করার সময় তিনি ছুটিতে ছিলেন। ফলে ব্রিটিশ নাগরিক ও কর্মীদের আফগানিস্তান থেকে সরিয়ে আনার সময় চরম অব্যবস্থাপনা দেখা দেয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply