আফগানিস্তানের সঙ্গে আকাশ পথে যোগাযোগ শুরু করল ইরান

|

আফগানিস্তানে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে প্রতিবেশী দেশ ইরান। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে প্রতিবেশী দেশ ইরান। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ আগস্টের পর ইরান-আফগানিস্তানের মধ্যে প্রথম ফ্লাইট এটি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ইরানের রাজধানী তেহরান থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গেছে বলে খবর দিয়েছে ইরানের গণমাধ্যম।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ আগস্ট থেকে নিরাপত্তার কারণে কাবুলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply