কী কথা হলো পুতিন-ইমরান ফোনালাপে!

|

ছবি: সংগৃহীত

ফোনালাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আফগানিস্তানের স্থিতিশীলতার ওপর জোর দেয়া হয় এতে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ ফোনালাপ হয় প্রভাবশালী দুই নেতার মধ্যে। এ নিয়ে এক মাসের কম সময়ের ব্যবধানে দ্বিতীয় বারের মত ফোনালাপ করলেন তারা।

পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কথা বলেন দুই নেতা। দেশটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাকিস্তান বলে মন্তব্য করেন পুতিন। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা হয় তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply