চীন-যুক্তরাজ্যের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

|

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই যুক্তরাজ্যের কয়েক এমপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। এবার যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে নিষিদ্ধ ঘোষণা করল ব্রিটিশ পার্লামেন্ট। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে জারি করা হয় এ নিষেধাজ্ঞা।

মূলত, ব্রিটিশ আইনপ্রণেতাদের ওপর চীনের নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতেই আসলো এ ঘোষণা। বলা হয়, এমপিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে না নিলে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশের অনুমতি পাবেন না চীনা রাষ্ট্রদূত।

তবে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। তারা বলছে, এতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও দুই দেশের স্বার্থ ক্ষতিগ্রস্থ হবে।

এর আগে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছিলেন ওই আইনপ্রণেতারা। পরে মিথ্যা অভিযোগ ছড়ানোর দায়ে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীনা কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply