সেনা প্রত্যাহারে সৃষ্ট বিশৃঙ্খলার দায় ট্রাম্প প্রশাসনের ওপর চাপালেন ব্লিংকেন

|

ছবি: সংগৃহীত

সেনা প্রত্যাহারে সৃষ্ট বিশৃঙ্খলার দায় ট্রাম্প প্রশাসনের উপর চাপালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার দাবি, ২০২০ সালে তালেবানের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চুক্তি ছিল সম্পূর্ণ ভুল পদক্ষেপ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে অরাজকতার জন্য পূর্বসূরী সরকারকে দায়ী করেছেন তিনি।

গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসে আবারও আফগান ইস্যুতে প্রশ্নবানে জর্জরিত হন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির অধিবেশনে তড়িঘড়ি সেনা প্রত্যাহার নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহিতা চান সিনেটররা। এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদে উস্কানি দিতে পারে বলে অভিযোগ জানান তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি: সংগৃহীত

জবাবে বাইডেনের সিদ্ধান্তের পক্ষেই সাফাই গান ব্লিংকেন। জানান, সেনা প্রত্যাহার না হলে, তালেবান হামলার শিকার হতো সেনারা।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, মার্কিন সেনাদের উপস্থিতিতেই কাবুলের পতন হতে পারে, এমনটি কিন্তু কেউ ভাবতেও পারেনি। নাইন ইলেভেনের পর চলতি বছরের শুরুতে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থান অর্জন করেছে তালেবান। অথচ আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি ছিল সামান্য সংখ্যক। মার্কিন সেনা ও তার মিত্রদের উপর হামলা ঠেকাতে পূর্বসূরী সরকারের দেয়া কথা রক্ষা করতে হয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply