ডলফিনের রক্তে লাল সমুদ্রসৈকত

|

ছবি: সংগৃহীত

ফারো দ্বীপপুঞ্জে ভয়াবহ নৃশংসতার শিকার হাজারো ডলফিন। রোববার (১২ সেপ্টেম্বর) উত্তর আটলান্টিক সাগরের এ দ্বীপপুঞ্জটিতে একদিনেই হত্যা করা হয় ১৪২৮টি ডলফিন।

প্রাণীগুলোর রক্তে লাল হয়ে গেছে সৈকতের পানি। কর্তৃপক্ষ বলছে, চতুর্থ শতকের প্রথা অনুসারে ডলফিনগুলোকে হত্যা করা হয়েছে। মূলত প্রথা অনুযায়ী প্রাণীগুলোর মাংস ও চর্বি সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য।

এদিকে, বিপুল সংখ্যক এ সাদা ডলফিন হত্যার ঘটনায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উদ্বেগ জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এ ধরণের কর্মকাণ্ড বন্ধের জোর দাবি তাদের। তারা সতর্ক করেছেন, প্রাণী হত্যার ঘটনা বয়ে আনবে পরিবেশ বিপর্যয়। যথাযথ পদক্ষেপ না নিলে এ ধরণের ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের।

ফারো দ্বীপপুঞ্জে প্রতিবছরই অন্তত হাজার খানেক ডলফিন হত্যা করা হয়। তবে একদিনে প্রায় দেড় হাজার ডলফিন হত্যার ঘটনা এবারই প্রথম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply