রোনালদোর ইউনাইটেডকে হারিয়েছে ইয়াং বয়েজ

|

বড় এক অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে সুইস ক্লাব ইয়াং বয়েজ। গ্রুপ এফ-এর ম্যাচে সুইস ক্লাব ইয়াং বয়েজের আতিথ্য নিয়ে প্রথম লিড নিয়েছিলো ফেভারিট ম্যানইউ। তবে এদিন নতুন রেকর্ড গড়েন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ইকার ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি। স্মরণীয় সেই রাতে ১৩ মিনিটে রোনালদো স্কোর শিটে নাম তুলে এগিয়ে দেন ম্যানইউকে।

কিন্তু এরপর ম্যাচে আধিপত্য ছিলো সুইজ ক্লাবটির। ৩৫ মিনিটে রাইট ব্যাক বিসাকা লাল কার্ড দেখে মাঠে ছাড়লে রেড ডেভিলদের বিপদ আরও বাড়ে। ১০ জনের দলে পরিণত ম্যানইউর বিপক্ষে ৬৬ মিনিটে মিডফিল্ডার নিকোলাস নামালু গোল করে সমতায় ফেরায় ইয়াং বয়েজকে।

মাঠে বিবর্ণ ম্যানইউর পারফরম্যান্সের দায় পড়ে কোচ সোলশায়ারের কাঁধেও। এলোমেলো কৌশল, ভুল প্লেয়ার বদল করার অভিযোগ করেছেন বিশ্লষকরা। গোল পাবার লড়াইয়ে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, সানচোর মতো আক্রমনাত্মক ফুটবলারদে তুলে নেন সোলশায়ার।

যার খেশারত দিতে হয় ম্যাচের ইনজুরি সময়ে। গোল পেতে ব্যর্থ ম্যানইউর জালে থিওসন সিবাচু বল জড়ালে ২-১ গোলের জয় পায় ইয়াং বয়েজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply