আবারও বায়ার্নে ধরাশায়ী বার্সেলোনা, হেরেছে রোনালদোর ম্যানইউও

|

আবারও বায়ার্ন মিউনিখে ধরাশায়ী বার্সেলোনা। এবার বার্সাকে ৩-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে সুইস ক্লাব ইয়াং বয়েজ। তবে ভিন্ন ম্যাচে জয় পেয়েছে চেলসি ও য়্যুভেন্টাস।

গ্রুপ-ই এর ম্যাচে ঘরের মাঠে বায়ার্নকে আতিথ্য দেয় বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধেই লিড নেয় বায়ার্ন। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তোলের থমাস মুলার। দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভানডোভস্কি। ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুন করেন লেভানডোভস্কি। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

রাতে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ এফ-এর ম্যাচে ইয়াং বয়েস এর আতিথ্য নিয়ে প্রথম লিড নিয়েছিলো ইংলিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে ইকার ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার ম্যাচে রোনালদো, ১৩ মিনিটে স্কোর শিটে নাম তুলে এগিয়ে দেন ম্যানইউকে। কিন্তু এরপর আধিপত্য ছিলো সুইজ ক্লাবটির। লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত ম্যানইউর বিপক্ষে ৬৬ মিনিটে মিডফিল্ডার নিকোলাস নামালু গোল করলে সমতায় ফেরে ইয়াং বয়েজ। ম্যাচের ইনজুরি সময়ে স্ট্রাইকার থিওসন সিবাচু ম্যানইউর জালে বল জড়ালে ২-১ গোলের জয় পায় ইয়াং বয়েজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply