চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

|

স্বাস্থ্য অধিদফতরের প্রধান ফটক আটকে চলছে এ অবস্থান কর্মসূচি।

মেডিকেল টেকনোলজিস্টদের ২০২০ সালের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে বিক্ষোভ করছে ফলপ্রত্যাশীরা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের প্রধান ফটক আটকে এ অবস্থান কর্মসূচি চলছে।

আন্দোলনকারীদের এ সময় স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, আমাদের ১২০০ মেডিকেল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদফতরে পাঠাচ্ছে। আর অধিদফতর বলছে মন্ত্রণালয়ের কথা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply