কেন একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া!

|

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

চলতি সপ্তাহে উত্তর কোরিয়া আরও একটি দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এসব পরীক্ষা চালাতে গিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞাও উপেক্ষা করেছে।

আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে পূর্ব এশিয়ার স্বৈরশাসক শাসিত দেশটি? এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপে রাখতেই নিত্য নতুন সব মিসাইলের পরীক্ষা চালাচ্ছেন কিম জং উন। ডোনাল্ড ট্রাম্পের শাসনামল শেষ হবার পর উত্তর কোরিয়া আবারও নতুন করে মার্কিন কূটনৈতিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বলেই মনে করছেন তারা। এক্ষেত্রে পূর্ব এশিয়া অঞ্চলের রাজনীতি বিশ্লেষকরা অনেকাংশে একমত প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, একের পর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইলের পরীক্ষা চালিয়ে বিশ্বনেতাদের মনযোগ আকর্ষণের চেষ্টাও করতে পারে উত্তর কোরিয়া। কারণ, বিদ্যমান করোনামহামারি ও সঙ্কটময় বিশ্বপরিস্থিতিতে অন্যান্য আরও অনেক দেশের মত অর্থনৈতিক মন্দায় পড়তে পারে উত্তর কোরিয়া। যদিও বারংবার এমন মিসাইলের পরীক্ষা চালানোর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও দেয়নি উত্তর কোরিয়ার হাই কমান্ড।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply