অভিষেকেই রোনালদোর গোল!

|

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় বারের মতো অভিষেক হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ম্যান ইউ’র ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন রোনালদো।

পুরো প্রথমার্ধই রোনাদোকে আটকে দিয়েছিল নিউক্যাসল। কিন্তু তাকে আটকানো মুশকিল নয়, অসম্ভবও। যা আবারও প্রমাণ করে দিল ৫ বারের ব্যালন ডি ওর জয়ী তারকা। প্রথমার্ধের ইনজুরি টাইমে বল ডান প্রান্ত থেকে গ্রিনউডের নিচু শট নিউক্যাসল গোলকিপার ঠেকিয়ে দিলেও সেই ফিরত বল পেয়ে যায় রোনালদো। সেই বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি তিনি। এতে ১২ বছর ১১৮ দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবারও গোল করলেন এই ফরোওয়ার্ড।

খেলার শুরু থেকেই আক্রমন চালায় দুই দল। তবে সুযোগ পেয়েও বারবার সেগুলো নষ্ট করে ম্যান ইউ। সাঞ্চো-পগবারা ব্যর্থ হলেও রক্ষণভাগ ভালো ভাবেই সামাল দিচ্ছিলো নিউক্যাসল। পাশাপাশি পাল্টা প্রতি আক্রমণেও উঠছে তারা। কিন্তু গোল না পেলেও ৪৭ মিনিটের মাথায় গোল হজম করে বসে দলটি।

শেষ খবর পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আছে রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply