কমরেড লেলিনকে ‘জেড প্লাস’ নিরাপত্তা

|

সম্প্রতি ভারত জুড়ে ‘মূর্তি ভাঙ্গার রাজনীতি’র মুখে বিংশ শতক কাঁপানো বলশেভিক বিপ্লবের নেতা ভ ই লেলিনে ভাস্কর্য রক্ষায় ‘জেড প্লাস’ নিরাপত্তা নিয়োজিত করা হয়েছে! জীবিত থাকতে তিনি এতো নিরাপত্তা নিয়ে চলতেন কিনা, সেটাই এখন বিরাট প্রশ্ন?

কলকাতার ধর্মতলায় অবস্থিত লেনিনের মূর্তি-সহ শহরের এ ধরনের সব গুরুত্বপূর্ণ মূর্তির নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে বুধবার আক্রমণের প্লাটা জবাব হিসেবে লেনিন বা মার্ক্সের মূর্তির উপরেই হামলার আশঙ্কায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূর্তিগুলো সামনে বসানো হয়েছে পুলিশ প্রহরা।

এ নিয়ে শহরজুড়ে বেশ একটা আলোচনা চলছে বলেই দেশটির একাধিক গণ মাধ্যম জানিয়েছে। অনেকেই রসিকতা করে বলছেন, ‘‘হর্তাকর্তা ও মন্ত্রীদের মতো এবার মনীষীদের মূর্তিরও জেড প্লাস নিরাপত্তা দরকার হয়ে পড়েছে কি?’’

পুলিশ জানিয়েছে, লেনিনের মূর্তি নিয়ে নানা মহল থেকে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে। পাশাপাশি অপর মূর্তিগুলোর ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশে গোয়েন্দারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সাদা পোশাকে। জোরদার করা মোটরবাইক টহল।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply