ঢাকা ওমেনস ম্যারাথনে প্রথম ফ্রান্সের ‘ক্লারা’

|

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেলো ঢাকা ওমেনস ম্যারাথন-২০১৮।

সকাল ৭টায় হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয় দৌড়। পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে ফের এফডিসি মোড় হয়ে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড মোড়ে গিয়ে শেষ হয় এটি। ১০ কিলোমিটার দৌড়ের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছিলো দেড় ঘণ্টা। এতে অংশ নেয় দেশী-বিদেশী তিন শতাধিক দৌড়বিদ। দৌড় সম্পন্ন করা সবার হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। সেরা তিন দৌড়বিদ মেডেল ও সার্টিফিকেটের পাশাপাশি দুরন্ত’র সৌজন্যে একটি করে সাইকেল পান।

এবারের আয়োজনে টাইমিংয়ে প্রথম হন ফ্রান্সের নাগরিক ক্লারা, দ্বিতীয় হন বাংলাদেশের মিরোনা, আর তৃতীয় হন রোমানিয়ার নাগরিক মারিয়ানা ক্রিশ্চিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply