ফেরদৌসী প্রিয়ভাষিণীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

|

মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে আজ বৃহস্পতিবার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।  সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল নামে। সেখানে গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে প্রয়াত মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। দুপুর ১২টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন পর্ব।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর জানাযায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাঁকে। মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী।

আগামী ১০ মার্চ বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ফেরদৌসী প্রিয়ভাষিণী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply