‘৭ মার্চ নারী লাঞ্ছনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা’

|

৭ মার্চ রাজধানীর বাংলামোটরে নারী শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বলেন, আওয়ামী লীগের জনসভার দিন রাজধানীর বিভিন্ন স্থানে নারীদের শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন তরুণী অভিযোগ করেছেন যে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তাকে হয়রানি করেছে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কাউকে শনাক্ত করা গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা চলাকালে আশেপাশের বিভিন্ন সড়কে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন তরুণী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠেছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply